ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা কিশাের গ্যাংয়ের সদস্যদের হামলায় মেহেদী হাসান (১৭) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থী মেহেদী হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়
স্কুলছাত্রের বাবা সাইদুর রহমান গজারিয়া থানায একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, বালুয়াকান্দি গ্রামে কিশাের গ্যাং সদস্যরা মেহেদী হাসান নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী কে লােহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত শিক্ষার্থীর বাবা সাইদুর রহমান জানান,
হামলাকারী কিশােরগ্যাং সদস্য সিয়াম, রিফাত সহ ৫/৬ জনের সংঘবদ্ধ কিশাের গ্যাং সদস্য। আমার ছেলে বাসা থেকে বালুয়াকান্দি ষ্ট্যান্ডে যাওয়ার পথে বালুয়াকান্দি এলাকায় পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার ছেলে প্রতিবাদ করিলে তারা আমার ছেলের উপর হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে কিশােরগ্যাং রা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার ছেলে কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় স্কুলছাত্রের বাবা সাইদুর রহমান গজারিয়া থানায একটি অভিযোগ দায়ের করেন।
গজারিয়া থানার ডিউটি অফিসার নুরুল হুদা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply