ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা গজারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর রমজানবেগ গুচ্ছ গ্রামে এক গৃহবধূর আত্নহত্যা প্ররোচনায় স্বামীসহ ৫জনের নামে থানায় মামলা।
জানা যায়,গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমজানবেগ গুচ্ছ গ্রামে গত ২১/০৮/২০২১ইং শনিবার রাত আনুমানিক ৮ঃ৩০মিনিটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রাত ১০ঘটিকায় আত্নহত্যাকারী মোসাঃলিজা আক্তার(২২)এর পিতা-মোঃকুদ্দুস আলী সাং ইসমানিরচর থানা-গজারিয়া,জেলা-মুন্সীগঞ্জ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।স্বামী-মোঃসুমন মিয়া,পিতা-মোঃলিটন মিয়া সাং চর রমজানবেগ সহ তাঁর পরিবারের অন্যান্য ৫সদস্যের নামে আত্নহত্যার প্ররোচনার অপরাধে থানায় মামলা গ্রহণ করেছে গজারিয়া থানা পুলিশ।
সরেজমিনে ঘুরে ও বাদীর সাথে কথা বলে জানা যায় আড়াই বছর পূর্বে লিজার সাথে সুমনের বিয়ে হয়,বিয়ের পর থেকেই বিভিন্ন সময় পারিবারিক কলহের জের ধরে লিজাকে শাররীক ও মানসিক ভাবে নির্যাতন করতো সুমন।ঘটনার দিনও দীর্ঘক্ষণ লিজা বাবা মায়ের সাথে কথা বলে তাঁদের দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
মৃত্যুকালে লিজা আক্তার আব্দুল্লাহ নামে ১৬ মাস বয়সী এক ছেলে রেখে গেছেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান,আমরা প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছি,খুব দ্রুত আসামী গ্রেফতার ও মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।
Leave a Reply