গজারিয়ায় মুদারকান্দি ঈদগাঁ ওয়ালের ভিত্তি পস্তর স্হাপনদ
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জর গজারিয়ায় উপজেলা
বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি গ্রামে আজ সোমবার সকাল ৯ ঘটিকায় গজারিয়া বালুয়াকান্দি ইউনিয়নে মুদার কান্দি গ্রামের ঈদগাঁ ওয়ালের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বালুয়া কান্দি ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হোসেন।
এ কাজের জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেয়া হয় ১১ লক্ষ ৩০ হাজার টাকা। এসময় মোহাম্মদ নাজমুল আলম হোসেন বলেন তিনি বালুয়াকান্দি ইউনিয়নে জেলা পরিষদ থেকে ও নিজ অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকার কাজ করেন। তিনি যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে সব সময় জনগণের জন্য কাজ করে যাবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন মহিউদ্দিন সাহেবের দীর্ঘায়ু কামনা করেন। তাছাড়া এই শোকের মাসে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁ কমিটির সভাপতি, হাজী শফিকুল ইসলাম। সেক্রেটারি, হোসেন সরকার। জয়েন্ট সেক্রেটারি, নাসির উদ্দিন মোল্লা। ক্যাশিয়ার মাজেদুল ইসলাম মিন্টু। সদস্য শহীদুল ইসলাম উদ্দিন প্রমুখ।
মুদারকান্দি ঈদগাঁ ওয়ালের কাজটি পেয়েছে মেসেজ রহমান এন্টারপ্রাইজ। কন্ট্রাকটর মফিজুর রহমান।
Leave a Reply