ওসমান গনি গজারিয়ায় প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজনে পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ শিলুরায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া-মুন্সিগঞ্জ, জিয়াউল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মোকাররম হোসেন ,ও ইউপি সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিলুরায় তার বক্তব্য বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু বাঁধা হয়ে দাড়িয়েছে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং। পুরো দেশ টাকে নিজের ভাবুন, অঞ্চল ভিত্তিক আলাদা করে ভাববেন না, প্রশাসন ও পুলিশের পক্ষে সবকিছু কন্ট্রোল করা সম্ভব না, যদি আপনাদের সকলের সহযোগিতা না থাকে।
Leave a Reply