সারদা বাদশানিজস্ব প্রতিনিধি।
খুলনা জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই (নিঃ) লিপন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) লিপন সরকার মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ০১/০৯/২০২১ তারিখ বুধবার রাত ২১.৫০ টার সময় মামলার ঘটনাস্থল ডুমুরিয়া উপজেলা ৫নম্বর আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারে জনৈক আয়ুব বিশ্বেরের চায়ের দোকানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর থেকে ১। মোঃ জাহাঙ্গীর সরদার (৩৫), পিতা- আমিন উদ্দিন, সাং- হিজলডাঙ্গা, থানা- কেশবপুর, জেলা-যশোর’ কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০০ (পাঁচশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন। এসআই (নিঃ) লিপন সরকার উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সংক্রান্তে ০১/০৯/২০২১ তারিখ ২২.০৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) লিপন সরকার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানার মামলা নং- ০৪, তারিখ- ০২/০৯/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন
Leave a Reply