খুলনা প্রতিনিধি।
খুলনায় ৫৪হাজার ৭০০শত১৩দন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৯ হাজার ছয়শত ৩৫ এবং মহিলা ২৫ হাজার ৭৮ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২৩ হাজার আটশত ৭৮ জন এবং নয় উপজেলায় মোট ৩০ হাজার আটশত ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিন হাজার দুইশত ৫৫ জন, বটিয়াঘাটায় দুই হাজার পাঁচশত ৭৯, দিঘলিয়ায় তিন হাজার আটশত ১৫ জন, ডুমুরিয়ায় আট হাজার ছয়শত ৮২ জন, ফুলতলায় দুই হাজার ছয়শত ৭৬ জন, কয়রায় তিন হাজার আটশত ৯৭ জন, পাইকগাছায় এক হাজার পাঁচশত ১৯ জন, রূপসায় দুই হাজার নয়শত ১২ জন এবং তেরখাদায় এক হাজার পাঁচশত জন টিকা গ্রহণ করেছেন।
শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারশত সাত জন, সদর হাসপাতালে দুইশত ৩৩ জন এবং কয়রায় সাতশত ৪৯ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।