বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে
মোঃগালিব খান।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা ও কুমারখালী খালের উপরের পুলটি খুবি ঝুঁকিপূর্নো।পুলের লোহা দেখা গেলেও দেখা যায়না পুল।দুই ছাইডের গারা খুটির উপরে কয় একটি সুপারি গাছদিয়ে চলাচল করছে মানুষ।স্থানিওরা জানান,আজ প্রায় আট থেকে দশ বছর ধরে এইঅবস্তায় রয়েছে পুলটির। খুবই কষ্টে পারা পার করতে হচ্ছে,।বেশি সমস্যায় ভুকছেন ইস্কুল ছাত্র/ ছাত্রী। পুলের পশ্চিম পাসে রয়েছে মাধ্যমিক বিদ্যলয়,এবং ৩০ নং সরকারি প্রাথমিক বিদ্যলয়।কিছু দুরেই রয়েছে একটি দাখিল মাদ্রাসা,পারকুমারখালীর শিক্ষক মোঃএকরামুল কবির জানান ওইপার থেকে তাদের প্রায় দুই শত ছাত্র/ছাত্রী আসেন।ইস্কুলের পক্ষ থেকে কয় একবার উপজেলায় জানানো হলেও কোনো ব্যবস্তা নেওয়া হয়নি বলে জানান ঐ ইস্কুলের শিক্ষক।
এমত অবস্থায় কুমারখালীর ইউপি সদস্য প্রিন্স হোসেন ফরিদ মোল্লা ও গড়ঘাটার ইউপি সদস্য মোঃ হাসিব শেখ কে জানানো হলে, তারা বলেন অতি দ্রুত এ ব্যাপারে যথাযথ কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হবে।ঐইউনিয়নের চেয়ারম্যান মোঃআঃআলিমের কাছে ফোনদিলে তিনি রিছিব করেনি।
Leave a Reply