অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডলের নেতৃত্বে সুন্দরবনের অবৈধ ২৪ বস্তা শুটকি মাছ, নিষিদ্ধ ভেশাল জালসহ ৫ টি নৌকা আটক করেছে।
জানা গেছে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কর্মকর্তা নির্মল মন্ডলের নেতৃত্বে সঙ্গীত ফোর্সসহ ২৩ আগস্ট রাত ৪ টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আয়মান ভারানী এলাকায় অভিযান চালিয়ে এ সকল শুটকি মাছ, ভেশাল জাল সহ নৌকা আটক করা হয়।
সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড.আবু নাসের মোহসীন হোসেন বলেন, আটককৃত মালামালের ব্যাপারে বোন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply