অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ বারের নির্বাচনে সর্বাধিক ভােটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহারাজপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল্যাহ আল্ মাহমুদ। তিনি কয়রা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক । আব্দুল্যাহ আল্ মাহমুদ ১৬০৩১ ভােট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী সতন্ত্র প্রার্থী এম আনােয়ার হােসেন ঘােড়া প্রতিকে ভােট পেয়েছেন ১৯৯৫ ভোট। আলহাজ্ব আব্দুল্যাহ আল্ মাহমুদ ১৯৬৯ সালে ৭ ফেব্রয়ারী উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্ম গ্রহণ করেন । তার পিতার নাম মরহুম বাবর আলী গাজী (বাবু গাজী)। ভাই বােনদের মধ্যে তিনি সকলের ছােট । তিনি বাংলাদেশ পুস্তক বাধাই সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি । এ ছাড়া কয়রায় তাকে দানবীর বলা হয়। কয়রার অসংখ্য মসজিদ , মাদ্রাসা , মন্দির, স্কুল, কলেজ ও এতিমখানায়ও তার সহযােগীতা রয়েছে । কয়রার সকল মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি কয়রা সহ তার নিজ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করবে এমনই প্রত্যাশা এ জনপদের মানুষের। তিনি তার মহারাজপুর ইউনিয়নের সকল মানুষের সহযােগীতা পেয়ে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন । তিনি সকলের দােয়া ও আশির্বাদ কামনা করেছেন।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২২/০৯/২১ ইং।
Leave a Reply