অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রা থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪৫ কজি বিষ প্রয়ােগ করা চিংড়ি মাছ সহ ১ জনকে আটক করেছে।
১০ অক্টােবর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে কয়রা সদরের দালালবাড়ী মােড় এলাকা থেকে বিষ প্রয়ােগ করা এ সকল চিংড়ি মাছ সহ মদিনাবাদ গ্রামের ছবেদ আলী মোল্যার পুত্র সিরাজুল ইসলাম মোল্যাকে আটক করা হয়।
সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ প্রয়ােগ করা এ সকল মাছ ধরার পর কয়রা বাজারের মৎস্য কাটায় বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে।
জানা গেছে কয়রা থানার অফিসার ইনচার্জ মােঃ রবিউল হােসেনের নির্দেশনায় এসআই সােহাইল হােসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মােঃ রবিউল হােসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়রা,খুলনা প্রতিনিধি ।
Leave a Reply