অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা।
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারে বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষ্যে স্থানীয় জেলে বাওয়ালী ও মৎস্য ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩০ আগষ্ট, সোমবার বিকাল ৫টায় গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াসাদ আলী। সভায় বক্তব্য রাখেন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, বজবজা ফরেষ্ট ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, ফরেষ্ট সিনিয়র গার্ড হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তৃতায় বলেন, সুন্দরবনে যারা বিষ প্রয়োগ করে মাছ ধরে তারা শুধু সুন্দরবনের মাছ ধ্বংস করছেনা, সুন্দরবনের প্রাণীজ সম্পদ সহ প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। সুন্দরবন থেকে এভাবেই বিষ প্রয়োগ করে মাছ ধরতে থাকলে অচীরেই মৎস্য সম্পদ সহ প্রাণিসম্পদ বিলীন হয়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নরেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট সমাজসেবক গোষ্ঠ বিহারী রায়, সাংবাদিক কাওসার আলম, মোঃ নজরুল ইসলাম, শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের অধিনস্থ বিভিন্ন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, স্ট্যাফবৃন্দ, কয়রা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অভিজিৎ মহলদার, সিপিপির সদস্য বৃন্দ, স্থানীয় সমাজসেবক, শিক্ষক, স্থানীয় শতাধিক জেলে বাওয়ালী ও মৎস্য ব্যাবসায়ী ও সভা অনুষ্ঠিত বাজারের ব্যাবসায়ীবৃন্দ।
কয়রা, খুলনা প্রতিনিধি
Leave a Reply