কয়রায় বিআরডিবির চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদাত হোসেন।
জানা গেছে ২০২১-২০২৪ সালের জন্য তিন বছর মেয়াদী বিআরডিবির চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবে ২৮ সেপ্টেম্বর । এ উপলক্ষ্যে উক্ত পদের জন্য মনোয়ন পত্র জমা দেন ২ জন প্রার্থী। কিন্তু চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় মোঃ শাহাদাত হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিপুর্বে তিনি বিআরডিবির চেয়ারম্যান হিসাবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। শাহাদাত হোসেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াডের ইউপি সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। বিনা প্রতিদ্বন্ধিতায় মোঃ শাহাদাত হোসেন বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
কয়রায় মৎস্য চাষের উপর প্রশিক্ষণ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মৎস্য বিষয়ে প্রশিক্ষণ ও উৎপাদন উপকরণ বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ। উপজেলার ৭ টি ইউনিয়নের ২০ জন মৎস্য চাষি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উৎপাদন উপকরণ বিতরণ করা হয়।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০২/০৯/২১ ইং।
Leave a Reply