কয়রায় বঙ্গমাতার জন্মদিনে
হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন
ও অর্থ সহায়তা প্রদান করেন এমপি বাবু
অরবিদ কুমার মন্ডল , কয়রা, খুলনাঃ
বঙ্গমাতা বগম ফজিলাতুনছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৮আগষ্ট রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মাঃ আকতারুজ্জামান বাবু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগত অর্থ সহায়তা প্রদান করেন। সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণকাল উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার , কয়রা থানা অফিসার ইনচার্জ মাঃ রবিউল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাস্ত্মাইন বিলল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ। অপর দিক বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযাগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয় এক আলাচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলাচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মাহসিন রাজা, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পদক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা প্রধান শিক্ষক খায়রুল আলম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।
অনুষ্ঠানে কয়রা উপজেলা আওয়মীলীগ ও তার বিভিন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্তিত ছিলেন।
Leave a Reply