অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা
কয়রা উপজেলার উত্তর বেদকাশি, মহরাজপুর ও কয়রা সদরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ৪ শ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপস্থিত হয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় এ সকল ত্রাণ সামগ্রী। লায়ন্স ক্লাব ইটারন্যাশনালের সার্বিক তত্ববধানে ও সুন্দরবন লাইন্স ক্লাবের সহযােগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেন কয়রার স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডি।
গত শুক্রবার বিকাল ৪ টায় কপাতাক্ষ কলজ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বােধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, কয়রা সদর ইউপি চেয়ারম্যান মােহাঃ হুমায়ুন কবির, কপােতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, লায়ন্স ক্লাব ইটারন্যাশনাল ৩১৫ এ-১ এর গভর্নর জনাব নিখিল চন্দ্র গুহ, পিএমজিএফ আইপিডিজি ওয়ান মোঃ নজরুল ইসলাম সিকদার, এমজিএফ ভাইস গভর্নর ইঞ্জিঃ মােস্তফা কামাল, পিডিজি কল্পনা রাজিউদ্দীন, কেবিনট সেক্রটাারী ডাঃ জাফর বাদশা, জিএসটি, ডিস্ট্রিক্ট কাের্ডিনেটর মোঃ ফরিদুল হক, জিএলটি, ডিস্ট্রিক্ট কােঅর্রডিনেটর ইঞ্জিঃ আকরামুজ্জামান, এলসিআই কােঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট ক্যাম্পেইন কায়কােবাদ মোঃ শরিফুজ্জামান, এলসিআই ডিস্ট্রিক্ট কাের্ডিনেটর এম, এ, আওয়াল রাজ, চেয়ার পারসন ওমেন্স স্পেশালিষ্ট ডাঃ দিলকুশা আহম্মেদ, রিজন হেডকােয়ার্টার এবং চেয়ার পারসন ইয়াস রিলিফ কমিটির ইঞ্জিঃ সেলিম মিয়া, জেলা প্রটােকল অফিসার শেখ মােহাম্মদ আনিস, রিলিফ কমিটির সাইদুর রহমান, লায়ন নাজমুল হক ভূঁইয়া মােহন, লায়ন এমএ আউয়াাল রাজ, লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব, সুন্দরবন লায়ন্স ক্লাব খুলনার প্রেসিডেন্ট ও জন চেয়ারপারসন লায়ন্স ক্লাব্ ইটারন্যাশনাল এবং ইয়াস রিলিফ কমিটির ট্রেজারার দিলারা নাসরিন দিলা, লায়ন শামীমা সুলতানা শিলু, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক,মাওলানা মােস্তাফিজুর রহমান প্রমুখ। পরে একই স্থানে লায়ন্স ক্লাব ইটারন্যাশনালের ৪ জন বাঘ বিধবা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Leave a Reply