অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রায় এক পৃতিপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগষ্ট, রবিবার ৬নং কয়রা গড়িয়াবাড়ী লঞ্চঘাট বাজার ব্যাবসায়ী একাদশ ও স্থানীয় ফ্রেণ্ডস ফুটবল একাদশের মধ্যে এক পৃতিপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সমাজসেবক লস্কর আসাদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, কারিম, খেলার পরিচালক শিক্ষক সুকুমার থান্দার, মোঃ আব্দুল লতিফ।
উক্ত খেলায় উভয় দলের খেলোয়াড়েরা তাদের পায়ের জাদুতে ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে দর্শকদের মনে আনন্দ দান করেন। খেলাটি ১ – ১ গোলে অমিমাংশিত থেকে যায়। প্রথমার্ধের ৫ মিনিটে ফ্রিকিকের মাধ্যমে শফিকুলের করা একটা দারুন শর্টে ১টি গোল করে এগিয়ে যায় ৬নং কয়রা বাজার ব্যাবসায়ী একাদশ। অপরদিকে প্রথমার্ধের খেলা ৩ মিনিট বাকি থাকতেই আবু সাঈদের এক চমৎকার শর্টে করা গোলে সমতা ফিরিয়ে আনে ফ্রেন্ডস একাদশ। দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় ১- ১ গোলে ড্র থেকে যায়।
Leave a Reply