নিজস্ব প্রতিবেদকঃ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
এক ঘন্টার জন্য কয়রা মহিলা বিষয়ক কর্মকতা হিসেবে আদিবাসি কন্যা শিউলী মুন্ডা দায়িত্ব পালন করে।
কয়রা শাকবাড়ীর স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী ও কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলী মুন্ডা ২৬ অক্টােবর সকাল ১০ টায় কয়রা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হলরুমে পরিত্রাণের উদ্যােগে ও প্লান ইটারন্যাশনালের ও সুইডেন সিডার আর্থিক সহযাগিতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এর গালসের টেকওভার পালন উপলক্ষে কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রতীকি দায়িত্ব প্রদান করেন শিউলী মুন্ডাকে। নতুন দায়িত্ব বুঝে নিয়েই মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন বিভিন্ন কার্যক্রম দেখেন। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আই জিএ) প্রশিক্ষণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেজেএস এর হলরুমে শৈব্যা মুন্ডার সভাপতিত্বে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন উপলক্ষে আলােচনা সভায় নারীর ক্ষমতায়ন শিশুদের অধিকার আনায়নে নানা সুপারিশ করা হয়। পরিত্রাণের প্রজক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রেশমা আক্তার, উপজেলা তথ্য বিষয়ক কর্মকতা ইসকিতা আফরিন, প্রসক্লাবের সাধারন সম্পদক রিয়াছাদ আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগর প্রতিনিধি এবি সিদ্দিকী, কয়রা শিশু অধিকার কােয়ালিশনের সভাপতি অধ্যাপক আ.ব.ম আঃ মালেক, আইসিডি পরিাচালক মােঃ আশিকুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক হেনা রানী সরকার, সিএসআরএলের ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডা, আদিবাসি সদস্য গনেশ মুন্ডা, নমিতা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, গ্রাম পুলিশ, এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply