অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রায় জনৈক ইউপি সদস্য কর্তৃক মুক্তিযোদ্ধাদের ২ লক্ষ টাকার চেক পাইয়ে দিতে ৩২ হাজার ৭০০ টাকা বিকাশ করার জন্য একাধিক মুক্তিযোদ্ধার সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বাগালী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ গাজী, ওবায়দুল্লাহ গাজী ও নীলকান্ত মণ্ডলের নিকট একই ইউনিয়নের ৫ নং ওয়াডের ইউপি সদস্য গোলাম মোস্তফা গাজী বিকাশ নম্বরে এ ধরনের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে শুক্রবারে মুক্তিযোদ্ধা নুরমোহাম্মাদ গাজী, ওবায়দুল্লাহ গাজী ও নীলকান্ত মণ্ডল উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুঃ ৯ টায় বাগালী ইউনিয়ন পরিষদের সামনে ইউপি সদস্য গোলাম মোস্তফা গাজী ০১৮৭২-৮৪৮৩৯৮ একটি বিকাশ নম্বর দিয়ে উল্লেখিত ৩ মুক্তিযোদ্ধাকে বলেন, এখানে ৩২ হাজার ৭০০ টাকা বিকাশ করলে ২ লক্ষ টাকার চেক পাওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করতে মুক্তিযোদ্ধা নুরমোহাম্মাদ গাজী তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে জানানোর পর শুক্রবার তারা লিখিত অভিযোগ করেছেন ঐ ইউপি সদস্যের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী অফিসার এধরনের অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, এ বিষয় তদন্ত করে প্রমান হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত আনুঃ ৮.৩০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে একটি ফোন কল আসে। তিনি বলেন আপনার এলাকার মুক্তিযোদ্ধাদের আমার সাথে যোগাযোগ করতে বলেন। সেই মোতাবেক কয়েকজন মুক্তিযোদ্ধাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বলেছি এবং ফোনের কথামত একটি বিকাশ নাম্বারও দিয়েছি। তিনি আরও বলেন, আমি নম্বরটি যাচাই পূর্বক তাদের টাকা দিতে বলেছিলাম। তবে তাদের কাছে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এদিকে মুক্তিযোদ্ধাদের সাথে এ ধরনের প্রতারণার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
Leave a Reply