অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আত্মহত্যার প্রচারনার মামলায় ৩ আসামীকে আটক করেছে।
জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাতে কয়রা থানার পুলিশের ১ টি টিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরুপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের রবিউল ঢালীর পুত্র মোস্তাকিম (২৭) মৃত জব্বার ঢালীর পুত্র রবিউল ঢালী (৪৮) ও রবিউল ঢালীর স্ত্রী কোহিনুর খাতুন (৪২)। মামলার তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার এসআই ইব্রাহিম হোসেন বলেন, আটককৃত মুস্তাকিম বিল্যাহ কয়রা উপজেলার ঘুঘরাকাটি গ্রামের আরিফা খাতুন (২০) কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে পরে আরিফা খাতুনকে বিয়ে না করে অন্যত্রে বিয়ে করে। বিষয়টি মেনে নিতে না পারায় আরিফা গত ২০ জুলাই আত্মহত্যা করতে বাধ্য হয়। এ ব্যাপারে আরিফার পিতা-রশিদ সানা বাদী হয়ে কয়রা থানায় আত্মহত্যার প্রচারনার অভিযোগে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই থেকে আসামীরা দিঘদিন পালিয়ে থাকে। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন,আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
Leave a Reply