ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের অমরাবতী জেলার সমাজকর্মী ও পত্রিকার সংবাদিক জনাব রহমত খানের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানির শেষে রায় দিতে গিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের বিচারক শ্রীমতী ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শ্রী রাম সুব্রামানিয়াম এর ডিভিশন বেঞ্চ পরিস্কার ভাবে বলে দেন যে, কোন ব্যক্তি কে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অন্যত্র চলে যাবার হুকুম দিতে পারে না কোন প্রশাসন। হ্যাঁ যদি ঔ ব্যাক্তির দ্বারা আইন শৃঙ্খলা অবনতি ঘটে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মতো অভিযোগ থাকে। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের অমরাবতী জেলার একটি সরকারি প্রতিষ্ঠান বিরুদ্ধে জনাব রহমত খান দুর্নীতির অভিযোগ করেন। যে ঔ বিদ্যালয় প্রচুর আর্থিক গোলমাল করেছেন স্হানীয় প্রশাসন। তাই তার বিরুদ্ধে অভিযোগ করেন অমরাবতী জেলার প্রশাসন। এবং তার পরিপ্রেক্ষিতে তাকে ঔ জেলা ছাড়ার নিধান দেয় প্রশাসন। এই নির্দেশনার বিরুদ্ধে তিনি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অমরাবতী জেলার প্রশাসন এর বিরুদ্ধে অভিযোগ করেন। এবং তার পরিপ্রেক্ষিতে আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচাররা বলেন যে, কোন নির্দিষ্ট সিদ্ধান্ত আসার আগে অভিযোগ কারিকে জেলার অন্যত্র চলে যাবার নিদান কেউ দিতে পারে না। যদি তার কাজের দ্বারা কোন এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো বড় কারণ থাকে। পরবর্তীতে ফের এই মামলার শুনানি হবে। তবে সমাজকর্মী ও পত্রিকার সংবাদিক তার নিজের জেলায় অমরাবতী তে বসবাস করতে পারবেন।।
Leave a Reply