মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।
কেশবপুরে পারিবারিক কলহের জের
ধরে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধৃ আত্মহত্যা করেছে।
খবর পেয়ে মঙ্গলবার ১৪ই নভেম্বর সকালে চিংড়া পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করেছে।
থানা ও এলাবাসীর সূত্রে জানা গেছে
সোমবার ১৩ নভেম্বর রাতে উপজেলার ২ নং সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী পাপিয়া সুলতানা (৩৫) রান্নাঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান,আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।