শেখ আবদুল্লাহ আনোয়ারা, প্রতিনিধি ।
কর্ণফুলী কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)র লেকের পানিতে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় ভেসে তলিয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ।ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট )বিকালে কর্ণফুলী উপজেলার বড়উঠান দৌলতপুর এলাকায় কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল করিমের ব্যক্তিগত পক্ষ থেকে ২৫০ পরিবারকে নগদ এক হাজার টাকা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহীনা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, ব্যাংকার আবদুল করিম, ২ নং বড়উঠান ইউনিয়ন চেয়ারম্যান মো. দিদারুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার, সহ সভাপতি শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান, মোহাম্মদ শহীদ, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুজিবুর রহমান, ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ, যুগ্ন সম্পাদক সাইফুদ্দিন, আজাদ সোহেল ও গিয়াস উদ্দিন , ছাত্রলীগের আহ্বায়ক সদস্য আবুল বশর ছোটন প্রমুখ।
Leave a Reply