মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়ায় ভূকশিমইলে রক্তদান ও সমাজ কল্যাণ ফেডারেশন ও রাহমানিয়া সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে ০৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার আদর্শ কিন্ডার গার্ডেন কুরনানপুর গ্রামে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আদর্শ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মাওঃ শফিকুর রহমান এর সভাপিতত্বে এবং রাহমানিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তানিম আহমদ এর পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে মহিলা ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মোছাঃ হালিমা বেগম, ছাতাপীর(রহ) স্মৃতি পরিষদের সভাপতি মাওঃ আব্দুর শুকুর, বিশিষ্ট সমাজ সেবক মোঃআব্দুল আহাদ, মোঃ ফটিক মিয়া, বিশিষ্ট ব্যবসাহী মোঃ নজরুল ইসলাম, রাহমানিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সাইফুর রহমান ছয়েফ, রক্তদান ও সমাজ কল্যাণ ফেডারেশন ভূকশিমইল ইউনিয়ন এর সভাপতি মোঃ শাহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ আহমদ সহ সংগঠনের সদস্যবৃন্দরা।
এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ৩৫২ জন পুরুষ এবং মহিলা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে। অনুষ্ঠানে সকলের সীদ্ধান্তক্রমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নাম্বার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যাতে করে যে কেউ রক্তের প্রয়োজনে মোবাইলে যোগাযোগ করতে পারেন।
Leave a Reply