মো: রেজাউল ইসলাম শাফি,কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মুসলিম হ্যান্ডস এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দক্ষিণ গুতুমপুর গ্রামে এলাকার মুসল্লীদের নামাজ পড়ার সুবিধার্তে একটি নান্দনিক মসজিদ তৈরি করে দেয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর রোববার সম্মিলিত ভাবে জোহরের নামাজ অাদায়ের মধ্যে দিয়ে মসজিদটির অানুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অায়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বাবনিয়া অালীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি অাহসান উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম অাতিকুর রহমান অাখই, মুসলিম হ্যান্ডস এর রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ অাহমদ তায়েফ, প্রোগ্রাম সুপার ভাইজার মোঃ বাহার উদ্দিন, সাবেক মেম্বার হেলাল অাহমদ, মসজিদ কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ যে মুসলিম হ্যান্ডস ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের অার্ত সামাজিক ও ধর্মীয় কমকান্ড বিস্তার লাভে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠন টি ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ২৩১ টি মসজিদ নির্মাণ করে এবং এটি তাদের ২৩২ তম মসজিদ। এছাড়া, গৃহহীনদের ঘর তৈরি করে দেয়া, টিউবওয়েল বিতরণ, চক্ষু শিবির বিভিন্ন দুর্যোগে সাহায্য প্রদান সহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুনাম ও সততার সঙ্গে।
Leave a Reply