মীরসরাই(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা::মোঃ হামিদুর রহমান ।
চট্টগ্রাম কারাগারে মারা গেছেন মীরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ফকির আহম্মদ (৬৬) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফকির আহম্মদ মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ার বাসিন্দা।
গত ১৮ অক্টোবর চট্টগ্রামের হাটাজারী থানার মন্দির ভাংচুর ও সহিসংতার মামলায় মীরসরাই পৌরসভা এলাকা থেকে থানা পুলিশ আটক করে। পরে হাটাজারী থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করে। আদালতে তার আইনজীবী জামিন চাইলে বিচারক না মঞ্জুর করে কারাগারে পাঠান।
Leave a Reply