মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্যপুএ বাংলাদেশ ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তি
যোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে কাজিপুর উপজেলা আঃলীগ। বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা আঃলীগের আয়োজনে অনুষ্ঠিত সভার পূর্বে উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।পরে উপজেলা আঃলীগের কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভারর্চুলী যুক্ত হন সিরাজগঞ্জ -১ কাজিপুরের সাংসদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়। বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানিয়ে বংগবন্ধুসহ জাতীয় চার নেতাকে স্মরণ করে বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে ক্রীড়া ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে শেখকামালের ভূমিকা অপরিসীম। তিনি বাংগালী জাতির মধ্যে বাংগালী সংস্কৃতিবোধ জাগিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক।তরুণ প্রজম্মের তিনি প্রথম আইকন ছিলেন। কিন্তু ১৫ ই আগস্ট একদল কুচক্রী মহল সে ও তার পরিবার কে নিমর্মভাবে হত্যাকরে ইতিহাসে কালিমালেপন করেছে যা জাতি কোন দিন ক্ষমা করবে না।বিশেষ অতিথি হিসেবে শেখ কামালের স্মৃতি চারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। তিনি বলেন, শেখ কামালের আর্দশকে তরুণ প্রজন্মের মাঝে ধারণ করে এগিয়ে যেতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। উপজেলা আঃলীগের উপদেষ্টা সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, আতিকুর রহমান মুকুল সহ অন্যান্য চেয়ারম্যান বৃন্দ, প্রতিটি ইউনিয়ন আঃলীগের সভাপতি, সাধারণ সম্পাদক গন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ । প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ সকল নেতৃবৃন্দ।পরে মাওলানা আব্দুল মোতালেব হোসেনের মোনাজাত পরিচালনার মাধ্যমে জাতীয় চার নেতা সহ ১৫ ই আগস্টে নিহত সকলের এবং প্রয়াত জননেতা মরহুম নাসিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের উদ্যোগে শেখ কামালের জম্মদিন পালনওআগামী ১৫ই আগষ্ট উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply