মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগন্জের কাজিপুরে “হোক সচেতনতার বিস্তার, চাই এন্ট্রিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার।” এই শ্লোগান কে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১ (১৮-২৪)নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ই নভেম্বর ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি-এর আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ও সভাপতিত্বকরেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল। মুল বিষয়টি প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাক্তার রোমানা আফরোজ লুবনা ।
আলোচনায় অংশ নেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রতরায়, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আলী,মেডিকেল অফিসার ডাক্তার আল-আমিন হোসাইন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাক্তার রুবেল আলমও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তরা বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত এই দেশ স্বাস্থ্য ও চিকিৎসা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তারপরও এখনো বাংলাদেশে সচেতনতা ও সাবধানতার অভাবে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর বিভিন্ন কারণে মারা যায়। তাই ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, এন্ট্রিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধে করণীয়,এন্ট্রিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টি,সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্ট্রিবায়োটিকসেবন নিষেদ্ধ, প্রেসক্রিপশনছাড়া এন্টিবায়োটিক বিক্রি নিষেদ্ধকরন, এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে করণীয় নানা দিক নিয়ে আলোকপাকরেন। এ সময় উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাঃ আঞ্জুমান আরা,মেডিক্যাল অফিসার ডাক্তার রোখসানা জাহান সহ অন্যান্য মেডিকেল অফিসার গন, উপজেলা গন্যমান্য ব্যক্তিবর্গ, , সরকারি কর্মকর্তা, সংবাদিকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।
Leave a Reply