আল মাহমুদ সরকার জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে ডুবে সৌরভ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি উপজেলার বেলতৈল গ্রামের শাকিলের পুত্র।
১১/১০/২১ সোমবার দুপুরে ১ টার দিকে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা গ্রামে তার নানা মোঃ ভুলু মিয়ার বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সরোজমিনে গিয়ে জানা যায়, দুপুরে শিশুটি তার সহপাঠী আরও তিন জনের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেলে আর উঠতে না পারায়, তার সহপাঠীরা এসে তার নানি রাবেয়াকে খবর দিলে স্বজনরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু এতক্ষণে সে মৃত্যুর কোলে ঢোলে পরে। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply