কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন
কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার মধ্যে দিয়ে সুখিসমৃদ্ধ দারিদ্রমুক্ত জাতী গড়ার লক্ষ্যনিয়ে আমৃত্যু কাজ করে গেছেন।
কিন্ত ১৯৭৫ সালে এদেশেরই একদল বেইমান এদেশকে আবার দাবেদারী রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতার সূর্যকে মুছে ফেলার লক্ষ্যে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে।
সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় আরও বলেন আজ সময় এসেছে আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে দেশকে ক্ষুদামুক্ত দেশ গড়তে পারলে তবেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি হবে।
শুক্রবার (১৩আগষ্ট) বাদ আসর পৌর চত্বরে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাবুর রহমান সৈনিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেফাজ উদ্দিন মাষ্টার, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক লুতফর রহমান বিএসসি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাষ্টার।
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন।
সকল নেতৃবৃন্দের উপস্তিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব পরিবারের সকল সদস্য,
জাতীয় চার নেতা,
মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আঃ মুত্তালিব।
Leave a Reply