শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ইয়ার মোহাম্মদ (৫০) নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে মসজিদে যাওয়ার পথে মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।
আহত ইমাম ইয়ার মোহাম্মদ উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খিলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
স্থানীয়রা জানায়, ইমামের নিজ বাড়ী মুহিব্বুল্লাহ খাঁন বাড়ী থেকে ভোর পাঁচটার দিকে ফজরের নামাজ পড়াতে খিলপাড়া জামে মসজিদে যাওয়ার পথে বন্য হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। ওই সময় হাতির আঘাতে তিনি মারত্বকভাবে আঘাতপ্রাপ্ত হন। বিশেষ করে তার মাথায় গুরুতর যখম হয় । পরে মুসল্লিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সুমন জানান, ৮নং ওয়ার্ড এলাকায় খিলপাড়া জামে মসজিদের ইমাম ইয়ার মুহাম্মদ হুজুর হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা হুজুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হুজুরের অবস্থা উন্নতির দিকে।
Leave a Reply