অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় প্রবীণ আওয়ামীলীগ নেতা মরহুম মোকবুল হাওলাদারের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে হাজির হন এবং তার কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ৷
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড়পুত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মনিরুজ্জামান, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহাসিন রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নৌকার প্রার্থী এস এস বাহারুল ইসলাম, কালনা আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইউনুছ আলী, কয়রা ইউনিয়ন আঃলীগের সভাপতি এসএম জিয়াদ আলী, মহারাজপুর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক এম এম খায়রুল আলম, আমাদী ইউনিয়ন সহ-সভাপতি আব্দুর রশিদ সানা, আঃলীগ নেতা শেখ গিয়াস উদ্দিন, মাস্টার শাহবাজ হোসেন, গোলাম রব্বানী সরদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবু, যুবলীগ নেতা শামীম রেজা, কৃষকলীগ আহ্বায়ক প্রভাষক শাহবাজ আলী, বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও মানব কল্যাণ ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আকতারুল ইসলাম সৌরভ, যুবলীগ নেতা আলমগীর হোসেন ও স্নেহেন্দু বিকাশ, জিএম বায়জিদ হোসেন, মাহফুজুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ৷ উল্লেখ্য গত ১৯ আগস্ট রাত ৪:১০ মিনিটে মহারাজপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রবীণ নেতা ও মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি মোঃ মকবুল হাওলাদার (৮৫) স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুবরণ করেন৷
Leave a Reply