১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।শনিবার

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল

নিজস্ব প্রতিবেদকঃ

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি মহল

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের কচুয়া উপজেলা জুড়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে জমজমাট বাণিজ্য করে আসছে একটি মহল। এতে আশপাশের জমি ও সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কাছাকাছি থাকা কয়েকটি বসতঘরও হুমকির মধ্যে রয়েছে।

উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চলছে। প্রতিদিন প্রায় ৩ শতাধিক অবৈধ ড্রেজার বসিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি গর্ত করে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি মহল। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই প্রভাবশালী মহলটি।

এদের বারবার মাটি উত্তোলন না করার জন্য প্রশাসন থেকে নিষেধ করা হলেও কর্ণপাত করছে না বরং আবাদি জমিতে মাটি উত্তোলন করে বিশাল সুড়ঙ্গ করে ফেলছে তারা। সেই সঙ্গে আশপাশের বসতঘরও হুমকির মুখে পড়েছে। এই মুহূর্তে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কচুয়ায় এক সময় আবাদি জমি খুঁজে পাওয়া যাবে না। মারাত্মকভাবে ব্যাহত হবে ফসল উৎপাদন। সেই সঙ্গে ওই এলাকায় দেখা দেবে চরম খাদ্য সংকট।

কচুয়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ উপজেলার সর্বত্র ফসলি জমি থেকে অবৈধভাবে অবাধে চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন। কতিপয় ড্রেজার ব্যবসায়ী রাজনৈতিক দলের ছত্রছায়ায় এ ব্যবসা পরিচালনা করে আসছে। খোঁজ নিয়ে জানা যায়, কচুয়া উপজেলায় প্রায় ৩ শতাধিক ড্রেজার মেশিন রয়েছে। আর এসব ড্রেজার দিয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে বিভিন্ন এলাকায় কৃষি আবাদি জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে কৃষিজমি ধ্বংস করে দিচ্ছে।

বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হওয়ায় একটি প্রভাবশালী মহল উপজেলার সাচার,শুয়ারুল, আটোমোড়, বারৈয়ারা,রাগদৈল, বায়েক, ঘাগড়া বিল,বড়দৈল, শিলাস্থান,তেগুরিয়া,বিতারা,খলাগাঁও,মাঝিগাছা,সৈয়দপুর,নন্দনপুর,মালচোয়া,কাদিরখিল, বাতাপুকুরিয়া, দুর্গাপুর, চাংপুর, পালাখাল, আইনপুর, শংকরপুর, দোয়াটি,তিলকিয়া ভিটা,এনায়েতপুর,গুলাবাহার,সিংআড্ডা, নিশ্চিন্তপুর, মধুপুর, কাদলা,মনপুরা,তুলপাই,প্রসন্নকাপ, নয়াকান্দি,আশারকোটা,তেতৈয়া,নাহারা,উজানী,বরুচর,দারচর,খিড্ডা, আশ্রাফপুর, আমুজান, রহিমানগর , চাপাতলি, হোসেনপুর, কড়ইয়া, ডুমুরিয়া , বাসাবাড়িয়া, দরিয়াহয়াতপুর, কালচোঁ সহ কচুয়ার বিভিন্ন স্থানে অবাধে মাসের পর মাস মিনি ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন চলছে।

স্থানীয়রা জানান, কোনো অভিজ্ঞতা নেই, শুধুমাত্র ৫/৬ দিন ড্রেজারে কাজ করেছে এমন ব্যক্তিদেও এখন ৩/৪টি ড্রেজারের মালিক। অন্যদিকে পূর্বে প্রবাসী ও সিএনজি চালক,পিকআপ চালক কিংবা পূর্বে কোনো কাজকর্ম করতে দেখা যায়নি এমন লোকেরা ও ড্রেজার ক্রয় করে এখন লক্ষ লক্ষ টাকা মালিক হয়েছেন। নব্য এসব ড্রেজার ব্যবসায়ীদের দাপটে রীতিমতো দিশেহারা স্থানীয় সচেতন মানুষ। এদিকে নব্য এসব ড্রেজার মালিকদের হাত থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

এব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোমেনা আক্তার বলেন, ড্রেজারে অবৈধ বালু উত্তোলনের অনুমতি নেই। ড্রেজার দিয়ে কেউ বালু উত্তোলন করলে কোন অভিযোগ আসে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে ড্রেজার উচ্ছেদ ও জরিমানা আদায় করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।