মো:মুক্তাদির হোসেন, গাজীপুর, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
এসো বই পড়ি, আলোকিত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে নিয়ে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার’ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক।
‘কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার’ উদ্বোধন শুরুতে পাঠাগার চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সুবেদার আব্দুর রাজ্জাককে নিয়ে রচিত ‘চৌদ্দ নম্বর আসামি’ গ্রন্থটি অতিথিদের হাতে তুলে দেন জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম অবুবকর চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম –সাধারণ সম্পাদক এড: আশরাফী মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ শফিকুল কাদের নান্নু, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন কনক, জুয়েনা আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাদল হোসেন প্রমূখ।
এছড়াও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী, কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিকের উদ্যোগে ও স্থানীয়দের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে নির্মিত ২১’শ বর্গফুট আয়তনের এক কক্ষবিশিষ্ট আধুনিক সুবিধা সম্বলিত পাঠাগারের মূল ভবন নির্মিত হয়েছে। পাঠাগারের সম্পূর্ণ নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।
কালীগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় এলাকায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ২.৫ বিঘা জমির চারদিকে ৮ ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ করে অত্যাধুনিক নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার। নির্মিত কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের মূল ভবনের দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ৩৫ ফুট। ভেতরে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ কর্নার নির্মাণ করা হয়েছে। বই রাখার জন্য পাঠাগারের দুই দেয়ালে অত্যাধুনিক তাক (সেলফ) নির্মাণ করা হয়েছে। এছাড়াও বই রাখার জন্য ছোট ছোট তাক বিশিষ্ট বৃত্তা আকৃতির (গোলাকার) অত্যাধুনিক চারটি টেবিল এবং বৃত্তা আকৃতির তিনটি পিলারে তাক নির্মাণ করা হয়েছে। বাহিরে খোলা জায়গায় নির্মাণ হবে “ময়েজউদ্দিন মুক্তমঞ্চ”। এছড়াও বই আকৃতির একটি ফলক ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
Leave a Reply