মোঃ জাহিদ হাসান জনি ।
এখনো শান্তনার বানী আমাকে শোনাও
অনেকতো হলো , এখন আমি অনেক বুঝি
বালু মেখে স্নান করি ,হাওয়ার সাথে কথা বলি ।
এখন আর কোন মুখস্থ কথা বলি না
আমাকে সান্ত্বনা দিও না, এখন আমি অনেক বুঝি।
জীবনের রোদ আর বৃষ্টির সাথে দেখা হয়ে গেছে আমার
আর সান্ত্বনা দিও না আমায় ।
দেখছোতো কত সত্য চোখের পলকে হয়ে যাচ্ছে মিথ্যা
সবাই স্বপ্ন বিক্রি করে হয়ে গেছে বেকার ।
মিথ্যার কারখানায় সত্য এখন কাঁচামাল
এখনো সান্ত্বনা দিবে আমায়?
এখন আমি অনেক বুঝি না? বল!!!
Leave a Reply