কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
হঠাৎ করে দেখা যায় যে কলকাতার টালিগঞ্জ থানা এলাকায় একটি ট্র্যাসির মধ্যে এক অসহায় মহিলা কাদছে। টালিগঞ্জ ট্রাফিক গার্ড এর কর্মরত সার্জেন্ট শ্রী শিবরাম চক্রবর্তীর চোখে পড়ে যায়। তিনি এগিয়ে গিয়ে তার কাছে জানতে চান তার কি হয়েছে। তখন ঐ অসহায় মহিলা বলেন যে তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বাড়ি। তিনি জরুরি ভিত্তিতে একটি কাজে কলকাতায় এসেছিলেন। তিনি হাওড়া থেকে গড়িয়া ডিপো যাওয়ার বাসে চাপেন। কিন্তু তিনি দেশপ্রান শাসমল রোড ও টালিগঞ্জ ট্রাফিক এর কাছে বাস থেকে নেমে যান। কিন্তু যে বাসের মধ্যে বসে ছিলেন সেই বাসের মধ্যে একটি ব্যাগের মধ্যে জরুরি কাগজ পত্র ও প্রায়, ৬০,হাজার, টাকা ভর্তি ছিল সেটি ছেড়ে দেন। তার খড়গপুরে বাড়ি যাওয়ার টাকা ও পয়সা নেই। কর্মরত ট্রাফিক সার্জেন্ট শ্রী শিবরাম চক্রবর্তী সাথে সাথে সব ট্রাফিক কে খবর দেন প্রতিটি গড়িয়া ডিপো যাওয়ার বাসের মধ্যে নাকা চেকিং করতে। অবশেষে গড়িয়া ডিপো যাওয়ার আগে তার হারিয়ে যাওয়া টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে দেন কলকাতা ট্রাফিক পুলিশ। এই খবর শুনে তিনি খুশি হয়ে যান ধন্যবাদ জানান কলকাতা ট্রাফিক পুলিশ কে। মানবিক কাজ করার জন্য এর আগে কলকাতা ট্রাফিক পুলিশ বহু জন কল্যাণ মূলক কাজ করেছেন। এখনো মানবিক কাজ করে যাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ এটি তার প্রমাণ।।
Leave a Reply