মোঃ আতিকুল ইসলাম স্টাফ রিপোর্টার।
আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ শূন্য আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ সকাল থেকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহাদয়। এসময় তিনি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণ স্বতস্ফূর্তভাবে এবং নির্ভিঘ্নে ভোট প্রদান করছেন মর্মে জানান।
এছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তিনি কেন্দ্রে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় জনাব ড. ফারুক আহাম্মদ, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply