নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি ।
নওগাঁ নিয়ামতপুরের ইউএনও জয়া মারিয়া পেরেরা বলেন,এ ‘স্বর্গের ফুল’কে আপনারা চিনেন। তার নামও জানেন। রায়হানা জান্নাত রাইসা। ভালবেসে আপনারাই ওর অসংখ্য নাম দিয়েছিলেন। সেখান থেকেই এ নামটি রেখেছিলাম। এই সে শিশু যে জন্মেছিল করোনার কঠোর বিধিনিষেধ চলাকালে যখন তার চা বিক্রেতা পিতার একমাত্র আয়ের পথ চায়ের স্টলটি সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ রাখতে হয়েছিল। সে দুঃসময়ে পরিবারটিকে সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম। তবে শিশুটির মুখ দেখার সুযোগ পাইনি। আপনারাও অনেকে মেসেঞ্জারে লিখেছেন শিশুটিকে দেখতে চান। আজ শনিবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে শিশুটির মায়া ভরা মুখখানা দেখে মন জুড়িয়ে গেল। এ সময় যারা যারা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোছাঃ নাদিরা বেগম, পরিবার পরিকল্পনা অফিসার জনাব সেলিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব আরিফুজ্জামান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। শিশু ও প্রসূতি মায়ের পরিচর্যার জন্য অফিসার্স ক্লাব, নিয়ামতপুর এর পক্ষ থেকে পরিবারটিকে আজ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তার পিতার হাতে শিশুটির জন্ম নিবন্ধন সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জয়া। তাদের বাড়ির আঙিনায় রোপণ করা হয়েছে একটি অর্জুন ও একটি জলপাই গাছের চারা। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান শিশুটিকে ভালবেসে নতুন জামাকাপড় উপহার দিয়েছেন। অফিসার্স ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং বলেন যারা আমি বলা মাত্র উদার মনে শিশুটির জন্য অর্থ সহযোগিতা করেছেন। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে বেড়ে উঠুক রাইসা।
Leave a Reply