মাহমুদুল হাসান রনি ,মাদারীপুর জেলা প্রতিনিধি।
রাজৈরের ৬ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবারে (২৫-১১-২১)উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করেছেন চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা। সকাল থেকে প্রার্থী ও তার সমর্থকরা পিকআপ, ইজিবাই ও মোটর সাইকেল বহর নিয়ে নির্বাচন অফিসের সামনে জমায়েত থাকে । বিভিন্ন শ্লোগানের মুখরিত হয়ে ওঠে নির্বাচন অফিস প্রাঙ্গন। মনোয়নপত্র দাখিল করে প্রার্থী ও সমর্থকরা আবার একইভাবে ফিরে গিয়েছে নিজ এলাকায়।
রাজৈর উপজেলা নির্বাচন অফিসার নান্নী খান জানান, ১১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে। এ ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪১জন, সংরক্ষিত সদস্য পদে ৬২ ও সাধারন সদস্য পদে ১৭১ জন মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই ২৯নভেম্বর, প্রথ্যাহার ৬ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ডিসেম্বর ও ভোটগ্রহন হবে ২৬ডিসেম্বর। মোট ভোটার সংখ্যা ৮৭৩৩৮, ৫৫টি কেন্দ্রের ২৪৮টি বুথে ৮৭৩৩৮ জন ভোটার ভোট প্রয়োগ করবে।
Leave a Reply