উল্লাপাড়ায় গাঁজাসহ আটক এক
মোঃ শাহাদত হোসেন – উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
সোমবার (২৩ আগষ্ট )রাত ১০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল উল্লাপাড়া থানার প্রতাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩০(পাঁচশত ত্রিশ) গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম সর্দার(৩৭) নামের এক মাদক কারবারী কে আটক করে।
এসময় তার নিকট থেকে মাদক ক্রয়বিক্রয় কাজে ব্যবহিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আসামি হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার প্রতাপ গ্রামের মৃত বেল্লাল আলী সর্দারের ছেলে রবিউল ইসলাম সর্দার ।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল । পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর সংশ্লিস্ট উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply