আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
কক্সবাজার রামু উপজেলার ইদগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় ইদগড় বাজারে বর্ণাঢ্য রেলী ও আকাশে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন-উদ্বোধক করেন ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।
ইদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় ইদগড় সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডমিম মোঃ ইউসুফের সভাপতিত্বে মাওলানা হাফেজ উল্লাহর কোরআন তেলওয়াতের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে ছিলেন দক্ষিন পূর্ব এশিয়া উপমহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্ত দাতা একইসাথে দেশের সর্বোচ্চ রক্ত দাতা (১৮২) বার, জাবেদ নাসিম।
তিনি বলেন ইসলামের দৃষ্টিতে স্বেচ্ছায় রক্তদানে অন্য মানুষের মূল্যবান জানপ্রাণ রক্ষা পায় এবং নিজের জীবনও ঝুঁকিমুক্ত থাকে; তাই রক্তদানের ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ নেই। অথচ দেশের হাজার হাজার মানুষ প্রতিবছর রক্তের অভাবে মৃত্যুবরণ করছে। রক্তদাতার এক ব্যাগ মূল্যবান রক্তদানের মাধ্যমেই মৃত্যুপথযাত্রী অন্য মানুষের জীবন বাঁচানো যেতে পারে। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন, তাহলে এতে একজন বিপদগ্রস্ত মানুষের বা মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচবে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠবে রক্তের বন্ধন। স্বেচ্ছায় রক্ত দিলে শুধু অন্যের জীবন বাঁচানো নয়, বরং নিজের জীবনও ঝুঁকিমুক্ত রাখা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ঈদগড় ৯ ওয়ার্ড সদস্য মোঃ শাহ্জাহান এমএ, সাংবাদিক কামাল শিশির, জাফর আলম জুয়েল, জহির উদ্দিন খন্দকার, শিল্পী নুরুল আলম কুতুবী, ঈদগড় মেডিকেল সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুমেল, জিএম সাজোয়াল কামাল, সৌদি প্রবাসী নুরুল ইসলাম, সমাজ সেবক দিদারুল ইসলাম কাজল প্রমুখ। তাছাড়াও বিভিন্ন এলাকা থেকে ২৮ টি সামাজিক সংগঠন বর্ষপূর্তিতে অংশ গ্রহণ করেন।এবং সকল সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৃজন পরিবারের ইব্রাহিম খলিল ও হামিদুল হক।
Leave a Reply