মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে এক
বৃদ্ধ ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷
নিরীহ ওই বৃদ্ধ তার জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করাসহ আগ্নেয়াস্ত্র উচিয়ে হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী হোসেন বাদী হয়ে ৮তে জুন আবু শুক্কুর এবং ইসলাম নামের দুই জনকে আসামী করে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বর্ণিত ইউনিয়নের ৯নং ওয়ার্ড খান ঘোনা এলাকায় বৃদ্ধ মোঃ হোসেন প্রবাসীর ছেলেদের জন্য স্থানীয় মৌলানা আব্দুল গনি ও আবু বক্করের ওয়ারিশদের কাছ থেকে ৩২ সতক জমি ক্রয় করেন।
কিন্তু জমিটি জোর পূর্বক দখল করতে অপচেষ্টা করছেন একই এলাকার আব্দু শুক্কুরের ছেলে ফিরোজ ও শাহাজান।
ক্রয়কৃত জমির সঙ্গে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীরা জমি দখলে নেয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে প্রভাবশালী ফিরোজ ও তার ভাই শাহাজান তাদের জমির বলে বিভিন্ন ভুয়া কাগজ পত্র অজুহাতে তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে।
এক পর্যায়ে শাহাজানের নেতৃত্বে প্রভাবশালীরা তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হোসেন বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী মোঃ হোসেন জানান,আমি জমি দখলের বিষয়গুলো স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। তাদের পরামর্শে আমি থানায় অভিযোগ করেছি। জমি দখল হলেও আমি তাদের কিছুই করতে পারছি না। কিছু বললেই তারা লাঠিসোটা নিয়ে আক্রমণ করতে আসে।
তিনি আরও জানান,এ ঘটনায় ঈদগাঁও থানায় অভিযোগ করার পরও কোন সমাধান পাননি। বরং ভারাটে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি প্রদান করছেন বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় এমইউপি সদস্য কবির আহম্মদ ও সমাজ সেবক হারুনুর রশিদের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয় নিয়ে কয়েকবার বৈঠক হলেও কোন সমাধান করা সম্ভব হয়নি। উল্টো দখলবাজরা বৈধ কাগজ দেখানোর নামে বারবার সময় ক্ষেপন করছে।
এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান,এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply