ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
সম্প্রতি তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের বম্বাই তে গিয়ে সেখানকার এন সি পি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শারদ পাওয়ার ও শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের শিবসেনা মন্ত্রী শ্রী আদিত্য ঠাকুর ও শিবসেনা নেতা ও এম পি শ্রী সঞ্জয় নিরুপমের সাথে সাক্ষাৎ করে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরোধী দলের জোট ইউ পি এ সম্পর্কে বলেন যে, এর কোন প্রমাণ ও অস্তিত্ব নেই বর্তমানে । এবং এর প্রয়োজন আছে বলে মনে করেন না। আজ তার পাল্টা আক্রমণ করেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ছত্তিসগড় রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেশ বাগেলা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্য থেকে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর নিজেকে মনে করেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরোধী। এবং বিজেপি বিরোধী। কিন্তু ভূপেশ বাগেলা তার উত্তরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একথা মানায় না। কারণ তিনি তো ইউ পি এ থাকতেও এন ডি এ নেতৃত্বে বি জে পি সরকারে যোগ দিয়েছিলেন। এবং দীর্ঘদিন ধরে বিজেপি র ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কয়লা ও খনি এবং রেলওয়ে মন্ত্রী ছিলেন। তাহলে উনি করে ইউ পি এ সম্পর্কে এমন কথা বলতে পারেন। আসলে উনি দিল্লি তে গিয়ে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে সলাপরামর্শ নিয়ে কি ভাবে ভারতের জাতীয় কংগ্রেস কে ভাঙ্গা যায় এবং দুর্বল করা যায় তার খেলা শুরু করে দিয়েছে। যা সারা ভারতের সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এই ভেক রাজনীতি থেকে সরে আসার জন্য অনুরোধ করেন।।
Leave a Reply