রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙমাটি জেলার রাজস্থলী উপজেলা ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ তারিখ বিকাল ৩ টায় নৌকা মার্কা মনোনীত আদোমং মারমা প্রচারণা ও গণসংযোগ সহ হেডম্যান পাড়া তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাতে সঞ্চলনায়ঃ মাসুম সর্দার। স্বাগত বক্তব্য রাখেন, ফোরকান উদ্দিন সহ দলীয় অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, রাজস্থলী উপজেলা শাখা আওয়ামীলীগের কার্য্যনিবাহী সদস্য পুলুক চৌধুরী বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখহাসিনা ও ২৯৯ নং রাঙামাটি আসনে জননেতা দীপংকর তালুকদার এমপি মনোনীত, কেন্দ্রীয় কমিটির নির্বাচিত ও জনগণের সমর্থিত জনদরদী শিক্ষানুরাগী বাবু আদোমং মারমা কে নৌকা প্রতীক মনোনয়ন ও নির্বাচিত করেছে। সে একজন আওয়ামীলীগের নেতা এবং সমাজ সেবক সকলে সুপরিচিত নৌকা মার্কা পাওয়া যোগ্য সৎ যোগ্য উন্নয়নের রুপকার চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মন্তব্য করেন। এলাকার বিভিন্ন উন্নয়নের ব্যক্তিগত নিজ উদ্যােগের খরচ অর্থ তহবিল কাজ করছে। ২৮ তারিখ শুভদিন নৌকা মার্কা ভোট দিন দীপংকর তালুকদার হাতকে শক্তিশালী গড়ে তোলুন। ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ৩জন চেয়ারম্যান পদ প্রার্থী নৌকা প্রতীক বাবু আদোমং মারমা, নৌকা বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা, ইসলামের আন্দোলনের সর্মথিত আবদুল রশিদ আকন্দ হাত পাখা এরা । এসভা উপস্থিত, আওয়ামীলীগের উপজেলা শাখা সহ-সভাপতি পুলক বড়ুয়া, সহ-সভাপতি মংচিং চৌধুরী, কার্য্যকরী সদস্য পুলক চৌধুরী, জেলা সেচ্ছা সেবক লীগ সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ছাত্রলীগের উপজেলা শাখা সহ-সভাপতি ফোরকান উদ্দিন, মোঃ মাসুম, ছোট মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক,হারাধন কর্মকার,সাধরণ সম্পাদক সুইচাপ্রু মারমাসহ অংগসংগঠনের নেতাকর্মীসহ পাড়া স্থানীয় জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন। আদোমং মারমা বলেন, আমাকে নৌকা প্রতীক মনোনীতএবং মনোনয়ন প্রাপ্ত হিসেবে ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে লড়ব। নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দা জনপ্রিয় শীর্ষে নৌকা মার্কা বিকল্প নেই বললে চলে বর্তমান সরকার উন্নয়ন বিশ্বাসী শান্তি সমৃদ্বি সকল সম্প্রদায়ের উন্নয়নের ধারাবাহিক কাজ করছে। কাকে ভোট দিলে দেশের জাতির উন্নয়ন ফিরে আসবে এটা সকলে চাই। এখানে কিছু বিদ্রোহী সর্মথিত কুচমহলরা আমার নামে নৌকা বিরুদ্বের অপ্রপ্রচার করে যাচ্ছে। যারা দলকে ভালোবাসেন বা নৌকা প্রতীককে ভালোবাসেন দীপংকর তালুকদার এমপি সহ জননেত্রী শেখহাসিনা হাতকে শক্তিশালী গড়ে তুলে নৌকা মার্কা একটি মূল্যবান ভোট দেয়ার জন্য সাধারন জনগনকে অনুরোধ করছি। ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে নৌকা প্রতীক নিয়ে কাজ করতে হবে। আমরা সুস্থ নিরেপক্ষ শান্তি শৃঙ্খলা পরিবেশ বজায় রেখে স্বর্তস্ফুট ভাবে সাধারণ ভোটাররা যাতে একটি মূল্যবান ভোট দিতে পারি। স্থানীয় সচেতন মহলরা বলেন, আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী কে যাচাই বাছাই করে মূল্যবান ভোটটি দিতে পারি,এতে সাধারন জনগনরা গনমাধ্যমকে জানান। ভোট দেয়া নাগরিকের অধিকার। শেষান্তে, সভাপতিত্ব সুইসাহলা চৌধুরী বলেন সকলকে নৌকা মার্কা ভোট দিয়ে আদোমং মারমা কে জয়যুক্ত করুন, আমাদের জামাই বাবুকে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিন। এরপর বিভিন্ন পাড়ায় গ্রামে সরেজমিনে এলাকার দেখা যাচ্ছে নৌকা মার্কা আদোমং মারমা জনপ্রিয়তা শীর্ষ রয়েছে জানা যায় । ব্যক্তি হতে দল বড় দলের চেয়ে কোন ব্যক্তি বড় হতে পারেনা বলে উল্লেখ করা হয়।জেনে শুনে বুঝে দেখে মূল্য বান একটি ভোট দিন।
Leave a Reply