মো নাহিদ হাসান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি।
আগামী তে ইউনিয়ন পরিষদের নিবাচন কে কেন্দ্র করে বেস্ত সময় পার করতেছে নওগাঁ নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ১’২’৩ নং ওয়াডের মহিলা সদস্যা মন্জুয়ারা বেগম। আজ শুক্রবার বিকেলে জয়পুর গ্রামের তরুণ ভোটার দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন জয়পুর গ্রামের ১২ থেকে ২৫ বছরের তরুণ ছেলেরা। তারা একযোগে আগামী ইউনিয়ন পরিষদ নিবাচনে মন্জুয়ারা বেগমের হয়ে পোচারনা চালিয়ে যাবেন এবং আগামী ইউনিয়ন পরিষদের নিবাচন উপলক্ষে মন্জুয়ারা বেগম কে জয় করার জন্য যা যা দরকার তারা তা করবেন বলে মত প্রকাশ করেন।
এই সময় তরুণ প্রজন্মের ছেলেদের সাথে সময় কারাটে পেরে আবেগে আপ্লূত হয়ে পরেন উক্ত ওয়াডের মহিলা সদস্যা মন্জুয়ারা বেগম।
তিনি বলেন, আমি আওয়ামী লীগের সন্তান আমার রক্তে মিশে আছে বঙ্গবন্ধু স্বপ্ন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি রাজনীতি তে এসেছি। ইতিমধ্যে অনেক্ষানি সফল হয়েছি। ইনশাআল্লাহ আগামী ইউনিয়ন পরিষদের নিবাচনে যদি আমাকে ১’২’৩ নং ওয়াডের মহিলা সদস্যা হিসেবে আবারো নিবাচিত করে তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলা দেশ গড়ার জন্য আমি প্রাণপ্রহণ চেষ্টা করবো। সারা দেশ যদি নাও পারি আমার ইউনিয়ন সহ আমার ওয়াড কে সোনার বাংলা হিসেবে গড়ার জন্য চেষ্টায় আছি এবং ভবিষ্যতে ও চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই বলে তিনি উক্ত তরুণ প্রজন্মের ছেলেদের মাঝে ফুটবল খেলার সামগ্রিক বিতরণ করেন এবং সভার থেকে ভোট এবং দোয়া প্রাথনা করেন।
Leave a Reply