শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) আসিফ আহমেদ এর সুস্থতা কামনায় উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর উপজেলার দুবলাগাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দোয়া মাহফিল করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী, সাবেক ডেপুটি কমান্ডার হজরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার সৎ, দক্ষ ও নির্ভীক উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ সুস্থতা কামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা হজরত আলী, সোলাইমান আলী, আমজাদ হোসেন, হবিবর রহমান, আব্দুল কুদ্দুস, হোসেন আলী, মঞ্জুরুল হোসেন, আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সন্তান কমন্ডার সেলিমুজ্জামান সেলিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও: আব্দুল লতিফ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর গোপাল গোস্বামী বলেন, শাজাহানপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করার পরপরই অল্প সময়ের ব্যবধানে আসিফ আহমেদ মুক্তিযোদ্ধাদের মন জয় করেন খুব সহজেই। তিনি আমাদের খুব সম্মান ও শ্রদ্ধা করতেন। ইউএনও আসিফ আহমেদ একজন মানবিক ও নিবেদিতপ্রাণ সৎ অফিসার হিসাবে উপজেলার সর্বমহলে তিনি পরিচিতি লাভ করেছেন। তাঁর কর্মকৌশল, ন্যায়নিষ্ঠা, সময়োপযোগী কর্মকাণ্ডের জন্য শাজাহানপুর বাসীর মনের মণিকোঠায় স্থান লাভ করে চলেছেন। সরকারি সকল দিকনির্দেশনা বাস্তবায়নে তিনি অগ্রগামী। কথা হয় দোয়া মোনাজাতে অংশ নেয়া মুক্তিযোদ্ধা হোসেন আলীর সঙ্গে তিনি জানান, আমাদের ইউএনও পায়ে আঘাত পাওয়ার খবর প্রথম শুনে মনে অত্যন্ত কষ্ট পেয়েছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হজরত আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ স্যার একজন সৎ ও গরীবের বন্ধু। মুক্তিযোদ্ধাদের আপদ বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন, তিনি আমাদের সম্মান করতেন।আমরা মুক্তিযোদ্ধারা ভালোবাসে ইউএনও স্যারের সুস্থতা কামনায় দোয়া আয়োজন করছি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বগুড়া গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দ্বায়িত্বপালন করতে গিয়ে বিশৃঙ্খলাকারীদের হামলায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রিট আসিফ আহমেদ সহ পুলিশ, বিজিবির সদস্যগণ আহত হন। তখন থেকে ইউএনও আসিফ আহমেদ পায়ে আঘাত পেয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply