আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।
আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২ সেপ্টম্বর ) বিকালে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নে আমানউল্লাহ পাড়া গ্রামে
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয় ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সহ- অর্থ- সম্পাদক মোহাম্মদ শফি আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ ,পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক নূরুল আজিম আরিফ , আমানউল্লাহ পাড়া আল্লামা শহীদ ফারুকী স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ ফখর উদ্দীন , বৈরাগ সমাজ কল্যাণ পরিষদের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম (নয়ন) ,সদস্য জিসান,মনির এতে আরও উপস্থিত ছিলেন শাহীন শাহ, নাছিরপ্রমুখ।
পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে শেখ আবদুল্লাহ বলেন, স্বেচ্ছাসেবী হিসেবে দেশের মানুষের পাশাপাশি পরিবেশের প্রতিও আমাদের দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হচ্ছে।
ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের এই কর্মসূচীতে অংশ নিতে পারবেন যে কেউ।
Leave a Reply