শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ইকরা সুলতানা।
গতকাল দুপুর ১টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের হাজী আবুল বশরের বাড়িতে এই ঘটনা ঘটে।
সে বরুমচড়া ইউনিয়নের প্রবাসী আনিসুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে প্রবাসী আনিসুল হক তার মেয়েকে দাদির কোলে দিয়ে শহরের উদ্দেশে রওনা দেন। কিছুদূর গিয়ে শুনতে পান মেয়ে পুকুরে পড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন , দুপুরে বরুমচড়া ইউনিয়ন থেকে ইকরা সুলতানা নামে পানিতে পড়া এক শিশুকে আনা হয়। আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে স্বজনদের কাছে হস্তান্তর করি।
Leave a Reply