শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের দুর্বৃত্তদের আগুনে কম্পিউটার, ফটোকপি মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ২৪শে সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক রাত ৩থেকে সাড়ে ৩টার সময় বরুমছড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। এব্যাপারে ৫নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধূরী জানান, দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইউপি সচিবের কক্ষ পুড়ে ১টি ফটোকপি, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ক্যামরা, ২টি সোলার প্যানেল, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেয়ার, টেবিল, ফ্যান পুড়ে যায়।এব্যাপারে তিনি আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান। এব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আনুমানিক তিন লক্ষ টাকার মতো মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানাযাবে। এব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চেয়ারম্যান একটি সাধারণ ডায়েরী করেছে তদন্ত করে দোষীদেরকে বের করে আনা হবে বলে। অগ্নিকার্ন্ডের ঘটনা শুনে পরিদর্শনে গিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ।
Leave a Reply