শেখ আবদুল্লাহ আনোয়ারা, প্রতিনিধি ।
চট্রগ্রামের আনোয়ারায় খাল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে উপজেলার চাতরী ইউনিয়নের ইব্রাহিম মন্সুী বাড়ীর খিলপাড়া গ্রামের পাশে খালে আরফাত বিন নূর,এ রাফি আহমেদ চোখে পড়ে গাড়িটি, পরে স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে চট্র-মেট্রো-১৪-৬৯৯৭ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে।
স্থানীয় আশিকুর রহমান নয়ন জানায়, আরফাত বিন নূর,এ রাফি আহমেদ চোখে পড়ে গাড়িটি, ৫নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম মন্সুী সাথে কথা বলে । প্রসাশনের সাথে যোগাযোগ করে পরে গাড়িটি আনোয়ারা থানায় হস্তান্তর করি।
ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চুরি বা ছিনতাই করা। সেটি সামলাতে না পেরে অপরাধীরা খাল পানিতে ডুবে রেখেছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। কীভাবে মোটরসাইকেলটি সেখানে আসল তা খতিয়ে এবং প্রকৃত মালিককে খোঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply