শেখ আব্দুল্লাহ,আনোয়ারা প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা ৫নং বরুমছড়ায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খলিফার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (০৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরুমছড়া ৬ নম্বর ওয়ার্ডের খলিফার বাড়িতে চারটি বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের শর্ট-সার্টিক থেকে আগুন সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মাধ্যে বসতঘরের প্রতিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে । আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা স্বাধীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply