কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
আজ ভারতের রাষ্ট্রপতি শ্রী রমানাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন নিউ পাদাপ্রতে কমলালেবু বিক্রেতা শ্রী হরেকালা হাজাব্বা ওরফে অন্করা সান্তা ওরফে পত্র সন্ত নামে এক কমলালেবু বিক্রেতা। তিনি ছোট বেলায় অভাবের তাড়নায় শিক্ষা লাভ করতে পারেনি। তাই তার মনের বেদনা কে লুকিয়ে রেখে তিনি নিজের গ্রাম কে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার আলোয় আলোকিত করতে রাস্তায় রাস্তায় কমলালেবু বিক্রি করে যে আয় করতেন তার একটি অংশ দিয়ে তৈরি করেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এর পর তৈরি করেন উচ্চবিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্র মতো সামাজিক প্রতিষ্ঠান । এই খবর ছড়িয়ে পড়ে সারা ভারতের বিভিন্ন যায়গায়। খবর চলে যায় ভারতের সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। তারা এই বৎসরে ভারতের রাষ্ট্রপতি শ্রী রমানাথ কোবিন্দের কাছে সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ার জন্য কমলালেবু বিক্রেতা শ্রী হরেকালা হাজাব্বা কে পদ্মশ্রী পুরস্কার প্রদান করার জন্য সুপারিশ করেন। আজ ভারতের রাষ্ট্রপতি শ্রী রমানাথ কোবিন্দের হাত থেকে শ্রী হরেকালা হাজাব্বা নামে কমলালেবু বিক্রেতা পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। এটি ভারতের ইতিহাসে প্রথম। সেই সঙ্গে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন ভারতের প্রায়ত বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা সারাজ। এবং ভারতের প্রায়ত আইন ও বিচার মন্ত্রী শ্রী অরুণ জেটলি সহ চলচ্চিত্র জগতের গায়ক শ্রী সনু সগাম আরো অনেকে।
Leave a Reply